ঢাকা | বঙ্গাব্দ

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় চত্বরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন, অফিস সহকারী হাসনাত, মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূরুল ইসলাম হাসপাতালে ভর্তি থাকলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রুফ রিডার আনোয়ারুল ইসলাম রানা জানান, সচিবালয় সংযুক্ত পরিষদের সভাপতি নূরুল ইসলামসহ ১০ জনকে সমবায় সমিতির পক্ষ থেকে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, বাজার-সদাই শেষ করে ক্যান্টিনে আসার পর, সংযুক্ত পরিষদের আরেকটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠি-রড নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স