রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো এবার পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
দু’দিনের বিরতির পর আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের বৈঠক শুরু হবে। এই পাঁচ দিনের পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন ৯টি বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে মাত্র দুইটি বিষয়ে দলগুলো একমত হলেও অধিকাংশ বিষয়ে ঐকমত্য গড়ে তোলা যায়নি।
এই পর্বে আরও ব্যাপক ঐকমত্যের লক্ষ্যে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। আলোচনায় অগ্রগতি হলে প্রয়োজনে আরও বিষয় যুক্ত করার কথাও ভাবছে কমিশন। এছাড়া, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যমাত্রা রয়েছে কমিশনের।