খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধর করে বিএনপি নেতাকর্মীরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকায় এই ঘটনা ঘটে।
সুকান্ত দাশের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে কেএমপির সদর ও সোনাডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেছেন তিনি।
জানা যায়, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে আজ খুলনায় গিয়েছিলেন তিনি। কেএমপির সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর থেকে সুকান্ত দাশের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি চলছিল। সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। থ্রি-হুইলারটি যাত্রী ওঠানোর জন্য ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে ছিল। তখন বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে গাড়ি থেকে তুলে মারধর করেন। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ওই এলাকায় বিএনপির মাদকবিরোধী একটি বড় কর্মসূচি ছিল। তিনি ওই কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে বিস্তারিত জানেন না। তবে শুনেছেন, স্থানীয়রা সুকান্ত দাশকে ধরে মারধর করে থানায় দিয়েছেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মারধরের কারণে সুকান্ত দাশ অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।