পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমী কর্তৃক খিচুড়ি বিতরণের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) রাতে তেঁতুলিয়া মডেল থানার প্রধান ফটকে উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী তা উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করেছেন, যা আইন ও গণতন্ত্রের প্রতি বিরাট অবমাননা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে থানার ফটকে অবস্থান নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা জানান, পতিত সরকারের দোসরদের কোনো ছাড় দেয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবেক এমপি মুক্তা ও তার স্ত্রী কাজী মৌসুমীসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অপরদিকে, ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া। তিনি জানান, ফেসবুকে ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। ছবিতে সুনির্দিষ্ট স্থান না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনার স্থান শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসির আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।