ঢাকা | বঙ্গাব্দ

কলম্বোতে টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই ধাক্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

কলম্বোতে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও টাইগাররা এখন ক্রিজে টিকে থাকার চেষ্টা করছে।

ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় দু’বার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও শেষ পর্যন্ত বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। দলীয় স্কোর তখন মাত্র ৫ রান।

এদিকে, অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ইবাদত হোসেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

অপরদিকে, শ্রীলঙ্কার একাদশে এসেছে একটি পরিবর্তন। অভিষেক হয়েছে তরুণ ক্রিকেটার সোনাল দিনুশার। তার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন দলের অভিজ্ঞ ব্যাটার কুশাল মেন্ডিস।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স