ঢাকা | বঙ্গাব্দ

পুতিন ফোন করে ইরান ইস্যুতে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ফোন করে ইরান-ইসরায়েল পরিস্থিতি নিয়ে সাহায্যের প্রয়োজন আছে কিনা, তা জানতে চেয়েছিলেন। তবে এই ফোনালাপ কখন বা কোন প্রসঙ্গে হয়েছিল, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য জানাননি। বুধবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্প বলেন, "পুতিন আমাকে ফোন করে বললেন, ‘ডোনাল্ড! ইরান-ইসরায়েল নিয়ে কোনো সমস্যা হচ্ছে? তোমাদের কি সাহায্য লাগবে?’” তিনি আরও দাবি করেন, নিজের প্রেসিডেন্ট থাকার সময় পুতিনের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ভালো এবং সে কারণেই বৈশ্বিক উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

এদিকে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে রাশিয়ার তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মার্কিন নির্বাচনের আগে নিজেকে শক্তিশালী ও সফল আন্তর্জাতিক নেতা হিসেবে তুলে ধরতেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স