ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আরও তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ-সম্পর্কিত বার্তা সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিনজন ইরানের ভেতরে হত্যাকাণ্ড চালানোর জন্য অস্ত্র ও সরঞ্জাম পাচারেরও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছিল এবং বিচার শেষে তাদের ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে চলমান ১২ দিনের সংঘাতের সময় ইরানে আরও প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, টানা ১২ দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন, যাতে উভয় দেশ সম্মতি দেয়।