ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছেন, বাংলা সিনেমাকে ধ্বংস করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে।
রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
শাকিব খান বলেন, বাংলা সিনেমা আজ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং সম্মানের সঙ্গে চলমান। কিন্তু এই অবস্থান নষ্ট করতে কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। বিশেষ করে যে সিনেমাটি ভালো চলছে, সেটিকে টার্গেট করে পাইরেসি করা হচ্ছে। তিনি এটিকে শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেন।
সিনেমার প্রদর্শনীর আগে শাকিব আরও বলেন, একটি জাতি তখনই সবচেয়ে উন্নত হয় যখন সে সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে থাকে। আমাদের সিনেমা ও সংস্কৃতি যখন এগিয়ে যাচ্ছে, তখনই পাইরেসির মতো সমস্যা দেখা দেয়। এর আগেও ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। আর এখন ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রেও এই অবস্থা তৈরি হয়েছে।
পাইরেসি সত্ত্বেও দর্শকরা প্রেক্ষাগৃহে এসে ‘তাণ্ডব’ সিনেমাটি দেখছেন, এজন্য তিনি দর্শক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ শোতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে।