ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণে শিক্ষার্থীদের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অনেক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ‘সন্ত্রাসীদের আস্তানা ঢাবিতে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, রাতে হঠাৎ করেই ভাষ্কর্যের সামনে একটি বিকট শব্দ শুনতে পান তারা। তাদের ধারণা, ঢাকসু নির্বাচনের বাতিলের প্রতিবাদে ককটেল নিক্ষেপ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে এবং পুলিশও সেখানে উপস্থিত রয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।