বেনফিকা ১-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে নিজের স্থান নিশ্চিত করেছে। যদিও বায়ার্ন হারলেও তাদের জন্য তাতে কোনো সমস্যা হয়নি, কারণ তারা আগেই শেষ ষোলোর টিকিট পেয়ে গেছে।
মঙ্গলবার (২৪ জুন) রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচে বায়ার্ন আধিপত্য বজায় রেখেও গোল করতে পারেনি। জার্মান দল ৭৩ শতাংশ সময় বল দখলে রেখেছিল এবং ১৩টি শট নিয়েছিল, যার মধ্যে ৪টি ছিল গোলমুখে। একবার মুলাররা গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। অপর দিকে, মাত্র ২৭ শতাংশ বল দখলে থাকা বেনফিকা আক্রমণে বেশ ধারালো ছিল।
ম্যাচের ১৩ মিনিটে আন্দ্রেয়াসের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। এরপর আর তারা গোল করতে পারেনি এবং সেই এক গোলের ব্যবধানে হার মানতে হয় বাভারিয়ানদের। এ নিয়ে বায়ার্ন গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় স্থানেই শেষ করেছে, আর বেনফিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
তিন ম্যাচ শেষে বেনফিকার পয়েন্ট ৭, বায়ার্নের পয়েন্ট ৬। আগামী ২৯ জুন শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হবে ফ্লামেঙ্গো।