ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। এই জয়ে গ্রুপ 'ডি' থেকে রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্লুরা।
বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় চেলসি। এঞ্জো ফার্নান্দেজের নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করেন আদারাবিওয়ো। এতে ১-০ গোলে লিড নেয় ব্লুজরা।
প্রথম গোলের ঠিক পরপরই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। এঞ্জো ফার্নান্দেজের পাস থেকে গোল করে নিজের চেলসি ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পান লিয়াম ডেলাপ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে পুরোপুরি আধিপত্য ধরে রাখে চেলসি। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে তৃতীয় গোলটি করেন টাইরিক জর্জ। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফার্নান্দেজরা।
তবে গ্রুপের অপর ম্যাচে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থান ধরে রেখেছে ফ্লামেঙ্গো। ফলে গ্রুপ রানার্সআপ হয়েই নকআউট পর্বে পা রাখে চেলসি।
শেষ ষোলোতে চেলসি মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।