মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ৬০ সেকেন্ডের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, ‘বি-২’ বোমারু বিমান থেকে একের পর এক বোমা ফেলা হচ্ছে। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে একটি প্যারোডি গান, যার শিরোনাম ‘বোম্ব ইরান’ (ইরানে বোমা বর্ষণ করো)।
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর ঠিক কয়েকদিন পরই ট্রাম্প প্রকাশ্যে ইরানে হামলার দায় স্বীকার করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ওই ভিডিও পোস্ট করেন।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানে হামলার ঘোষণা দেন ট্রাম্প।
হঠাৎ এ হামলার কারণে মার্কিন কংগ্রেস ও বিরোধী রাজনীতিকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের মতো স্পর্শকাতর বিষয়ে আক্রমণ চালানো এবং এরপর তা নিয়ে গান বানিয়ে প্রচার করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।
উল্লেখ্য, ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করা গানটি মূলত জনপ্রিয় ব্যান্ড ‘বিচ বয়েজ’-এর বিখ্যাত গান ‘বারবারা অ্যান’-এর প্যারোডি সংস্করণ। সেখানে ‘বারবারা অ্যান’ অংশটি বদলে ‘বোম্ব ইরান’ করা হয়েছে। গানটির কয়েকটি লাইন এমন:
"বুড়ো আঙ্কেল স্যাম উত্তপ্ত হয়ে উঠেছে,
ইরানকে পার্কিং লটে পরিণত করার সময় এসেছে,
বোম্ব ইরান, বোম্ব, বোম্ব, বোম্ব..."
বিশ্বজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এমন পোস্টকে অনেকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন। সমালোচকদের দাবি, এটি অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে। তবে ট্রাম্পের সমর্থকরা বলছেন, এটি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা।
বিশ্লেষকদের ধারণা, আসন্ন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থান তুলে ধরতেই এমন পদক্ষেপ নিয়েছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যে ভিডিওটির সময়টিকে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।