রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে হারিয়ে যাওয়া বন্যপ্রাণীও ফিরিয়ে আনা সম্ভব হবে।
বুধবার (২৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫, পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, সঠিকভাবে প্লাস্টিক ব্যবস্থাপনা না করায় আমাদের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্লাস্টিক এখন এমন ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে, যেন হুঁশিয়ারি দিচ্ছে — হয় আমরা থাকবো, না হয় প্লাস্টিক থাকবে। দুই একসঙ্গে টিকে থাকতে পারবে না। তাই এখনই প্লাস্টিক দূষণ রোধে সঠিক পদক্ষেপ নিতে হবে, না হলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশকে বাঁচানো জরুরি। অথচ প্রতিনিয়ত মানুষ নিজেই পরিবেশ ধ্বংস করে চলেছে। তিনি বলেন, গত জুলাইয়ে দেশের তরুণরা যে অসীম শক্তি ও প্রত্যয় দেখিয়েছে, তা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। তাই পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণ