ঢাকা | বঙ্গাব্দ

ওয়ারীর আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় অবস্থিত 'ওসমানী ইন্টারন্যাশনাল' আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোররাতে খবর পেয়ে হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সেলিম জাহানের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামে। তিনি আব্দুর রাজ্জাকের ছেলে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম জানান, খবর পেয়ে ভোররাতের দিকে হোটেল 'ওসমানী ইন্টারন্যাশনাল'-এর ৪১৪ নম্বর কক্ষের দরজা ভেঙে সেলিম জাহানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাথরুমের মেঝেতে পড়ে ছিলেন।

পরে তার কক্ষ থেকে চিকিৎসার বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়। সেগুলো থেকে জানা যায়, গত ২১ জুন ঢাকায় চিকিৎসার জন্য আসেন তিনি এবং ওই হোটেলের কক্ষ ভাড়া নেন।

ওসি আরও জানান, নিহত সেলিম জাহান লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

পরবর্তীতে নিহতের আত্মীয়-স্বজনরা হোটেলে এসে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, সেলিম জাহান পেশায় একজন আইনজীবী ছিলেন। সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স