পঞ্চগড় সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। বুধবার (২৫ জুন) ভোররাতে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা জানান, শুকানী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ৫ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়।
এছাড়া, একই সময়ে টোকাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের যাচাই-বাছাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুরো ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।