ঢাকা | বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বাধীন তদন্ত কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

পিলখানা হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল: তদন্ত কমিশন

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল বলে মন্তব্য করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম মিলনায়তনে অনুষ্ঠিত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

তিনি জানান, আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ইমেইলের মাধ্যমে লিখিতভাবে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া, তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণও কমিশনের হাতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের আলামত ধ্বংসের চেষ্টা করা হয়েছিল।

প্রথমে তিন মাসের জন্য গঠিত হলেও স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কমিশনের সভাপতি জানান, আরও সময় বাড়ানোর জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জনকে হত্যা করা হয়।

ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও অন্তত ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

সম্প্রতি নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স