সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনের সদস্যসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই গ্রেফতার বলে জানা গেছে।
এর আগে, গত রোববার রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করে ডিবি।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। ওই নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
বিএনপি দাবি করছে, বিগত নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।