এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনের পেছনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, এনবিআরের সংস্কার জনগণের স্বার্থেই করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে হলে রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল থাকতে হয়। বর্তমানে সে পরিবেশ বজায় রয়েছে, তাই ঋণদাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দিতে সহজতা দেখাচ্ছে।
বিদেশি বিনিয়োগের প্রবাহ কিছুটা কমলেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে বলে জানান ড. সালেহ উদ্দিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কোনো নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে পড়েনি। আগের মূল্যে তেলসহ অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে।