নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটিতে থাকবেন তিনি।
মঙ্গলবার (২৪ জুন) সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা এবং নেইমারের বাবার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই চুক্তি সম্পন্ন হয়। পরে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোস মূলত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে চেয়েছিল। শুরুতে আলোচনা সেদিকেই এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত আরও ছয় মাসের জন্য তাকে নিশ্চিত করতে পেরেছে ক্লাবটি।
নেইমার সান্তোসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি হৃদয়ের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস আমার জন্য শুধুই একটি ক্লাব নয়; এটি আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস এবং জীবন। এখানেই আমি পরিণত হয়েছি, এখানেই আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরেন নেইমার। জানুয়ারির ৩১ তারিখ থেকে এখন পর্যন্ত সান্তোসের হয়ে ১২ ম্যাচে মাঠে নেমে ৩ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বর শেষে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আবারও ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সে সময় ইউরোপের কোনো ক্লাবে ফেরার সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান তারকা।