যশোরে ভারত পাথারে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ জয়নাল মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।
আজ বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে স্বর্ণের চালানসহ গ্রেফতার করা হয়। আটক জয়নাল মোল্লা ঢাকার মিরপুরের আজগর মোল্লার ছেলে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে জয়নালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার জুতার সোলের মধ্যে লুকানো ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৬ লক্ষ ৭৭ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারী জানিয়েছে, ঢাকার গাবতলি এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরা সীমান্তের দিকে পাঠানোর পরিকল্পনা ছিল।
জয়নাল মোল্লাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।