সাতক্ষীরার বাঁকাল সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৫ জুন) সকালে ভারতের উদ্দেশ্যে স্বর্ণ পাচারকালে তাকে আটক করা হয়। আটক নারী নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, আটককৃত স্বর্ণের মোট ওজন ৫১৭.৮৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।