ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত চার সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের শাহজাহান মিয়ারের ছেলে বাদশা মিয়া (২৯), নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ গ্রামের শামসু নিয়ার ছেলে আব্বাস মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোল্লাকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ারের ছেলে হাসান মিয়া (৩২) এবং আখাউড়ার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের মৃত সানু মিয়ারের ছেলে মোজাম্মেল হক সাগর (৪০)। তারা সবাই আখাউড়া স্টেশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী, পকেটমার, মোবাইল চোর এবং প্ল্যাটফর্মের ভ্রাম্যমাণ অপরাধী। স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।
তারা আখাউড়া থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী মেইল ও আন্তঃনগর ট্রেনের যাত্রীদের মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে তিনি জানান।