ঢাকা | বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেন কাতারের আমিরের কাছে, কেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

কাতারের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবার সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আমিরের দপ্তর (দিওয়ান) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার টেলিফোনে দুই নেতা কথা বলেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, “হামলার উদ্দেশ্য কাতার কিংবা তার জনগণ নয়, বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এটি কাতারের জন্য কোনো হুমকি নয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে উল্লেখ করেন, প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক অটুট থাকবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব ও সুপ্রতিবেশী সুলভ আচরণের ভিত্তিতে বজায় থাকবে।

গত সোমবার ইরান কাতারের ভূখণ্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

এর আগে গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ‘সুস্পষ্ট সামরিক আগ্রাসনের’ জবাবে এক দিন পরই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কাতারে মার্কিন ঘাঁটিতে ‘শক্তিশালী ও ধ্বংসাত্মক’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায়।

ইরানের হামলার সময় কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে অগ্নিশিখা দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কাতারের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, হামলার আগে মার্কিন সামরিক ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স