ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতি আর মাদক দেশের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় শত্রু মাদক ও দুর্নীতি। শুধুমাত্র এলাকাভিত্তিক উদ্যোগে কাজ চলবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে। উচ্চবিত্ত শ্রেণির মধ্যেও মাদকবিরোধী কার্যক্রম চালাতে হবে।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের পূর্বে আলোচিত মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি বা ইয়াবা বদির মতো বর্তমানে আরও অনেক বড় বড় বদির অস্তিত্ব রয়েছে। তাদের ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই। তিনি সাংবাদিকদের মাদকবিরোধী লেখালেখিতে আরও সক্রিয় হতে আহ্বান জানান।

তিনি বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি হওয়ায়, মানুষ যেন নিরাময় কেন্দ্রে আসতে না হয়, সে ধরনের পদক্ষেপ নিতে হবে। নিরাময় কেন্দ্রগুলোকে অন্য একটি হাসপাতালের মতো গড়ে তোলা উচিত বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স