ঢাকা | বঙ্গাব্দ

অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে গ্রেফতারে বেগ পেতে হয়েছে: ডিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

বারবার অবস্থান পরিবর্তনের কারণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে, তাই আজই তাকে আদালতে তোলা নাও হতে পারে। তবে তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

এর আগে আজ দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে একটি মামলা করে। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলার ভিত্তিতেই গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি এম নুরুল হুদাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। একই কমিশনে অন্য কমিশনাররা ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স