বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এনসিপি নেতারা যেন শেখ হাসিনার পথ অনুসরণ করে রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখেন। জনগণের প্রকৃত ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে।
বুধবার (২৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির কোনো আপত্তি নেই যদি জনগণ যে কাউকে ভোট দেয়। তবে ভোট নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর ও অসংলগ্ন কথা না বলেন, সেদিকে সতর্ক থাকতে হবে।
জয়নুল ফারুক বলেন, দেশে মব সন্ত্রাসের সূচনা হয়েছে শেখ হাসিনার আমলেই। তিনি অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মব সন্ত্রাস হয়েছে, কিন্তু তখন সুশীল সমাজ নিশ্চুপ ছিল। বর্তমানে সুশীল সমাজ যেভাবে প্রতিবাদ করছে, আমরা তা স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কিন্তু আমরা দেখেছি, ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারণার সময় কাওরান বাজারে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনার সময় শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেননি। তিনি নিজেই মব সন্ত্রাসের মূল মাস্টারমাইন্ড।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনার অধীনেই আইজিপি, পুলিশ কমিশনার, গোয়েন্দা সংস্থা রয়েছে। তাহলে এখনো কেন হামলাকারীদের আইনের আওতায় আনা হয়নি? দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিম। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ অনেকে।