সংবিধান লঙ্ঘনের দায় আড়াল করতেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত মন্তব্য এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। যমুনা টেলিভিশনে দেয়া ওই মন্তব্যের জন্য আসিফ মাহমুদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
বুধবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “শপথ না পড়িয়ে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করেছে। এখন সেটি চাপা দিতেই উপদেষ্টা আসিফ মাহমুদ ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন।”
তিনি আরও বলেন, আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হয়, তবে সেই আন্দোলন শুধু নগর ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা রাজপথে ছড়িয়ে পড়বে।
এ সময় ‘মাননীয় মেয়র’ শব্দ ব্যবহার না করায় তিনি ব্যাখ্যা দেন। ইশরাক বলেন, “মাননীয় শব্দের বিশেষ কোনও তাৎপর্য নেই। আগেও সম্মানার্থে ব্যবহার করা হয়েছিল, তবে এখন আর প্রয়োজন মনে করি না।”
উল্লেখ্য, যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, “ইশরাক হোসেনকে ভুল বোঝানো হয়েছে, তার যথেষ্ট প্রমাণও রয়েছে। আমার নির্বাচনী এলাকার একজন বিএনপি নেতা ব্যক্তিগতভাবে ইশরাককে প্ররোচিত করেছেন। এছাড়া বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করা হচ্ছে।”
তিনি আরও জানান, কোনও নির্বাচনকে বৈধতা না দেয়ার সিদ্ধান্তে সরকার অনড়। তবে একটি বিকল্প প্রস্তাবও রাখা হয়েছিল, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু ওই প্রস্তাব ইশরাক হোসেনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল।