ঢাকা | বঙ্গাব্দ

এনসিসির প্রস্তাব থেকে সরে এলো ঐকমত্য কমিশন, ‘নিয়োগ কমিটি’র প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব থেকে সরে এসে নতুনভাবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠন করার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে নতুন কমিটিতে রাখা হবে না। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে এনসিসির প্রাথমিক প্রস্তাব থেকে সরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। যেখানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকারদের সদস্য করা হবে।

কমিটি শুধুমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। তবে অ্যাটর্নি জেনারেল এবং তিন বাহিনীর প্রধানদের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত হবে না।

তিনি আরও জানান, কমিটির সভাপতি হবেন নিম্নকক্ষের স্পিকার এবং মোট সদস্য সংখ্যা হবে সাতজন।

নতুন প্রস্তাবিত কমিটিতে থাকবেন: প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধিত্বকারী এক জন (যিনি আইন অনুযায়ী যোগ্য) এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি। সভাপতিত্ব করবেন নিম্নকক্ষের স্পিকার।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স