ঢাকা | বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয়: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে এবং এই নির্বাচনের মাধ্যমেই সরকারের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত এ রীতির কোনো পরিবর্তনের পক্ষে নয় বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বুধবার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত কয়েকজনের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার নির্যাতন থেকে কেউই রেহাই পাচ্ছে না। ইতোমধ্যে বিএনপির ২০ হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিএনপি নিজেদের সামর্থ্য অনুযায়ী গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যাদের মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দলীয় পরিচয় না দেখে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স