মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালীসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই আদেশ দেন।
জামিন পাওয়া অপর দুইজন হলেন, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।
আদালতে তিনজনকে হাজির করে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে, ২৩ জুন রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফকে আটক করে। পরদিন আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল লোক তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও অপমান করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার পর ২৪ জুন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই