গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত: মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়ালো
গাজা, ২৫ জুন: গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত বুধবার (২৫ জুন) ভোররাত থেকে বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ত্রাণ কেন্দ্রে হামলা ও একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু
নিহতদের মধ্যে অন্তত ১৪ জন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সকালে দেইর আল-বালাহর একটি বাড়িতে বোমা হামলার শিকার হয়, এতে একই পরিবারের পাঁচ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া, নুসেইরাত শরণার্থী শিবিরে আরও তিনজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।