ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত: ইসমাইল বাঘাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: নিশ্চিত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

তেহরান, ২৫ জুন: ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আজ বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


একাধিকবার হামলার শিকার, বিস্তারিত জানাতে অস্বীকৃতি

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ইসমাইল বাঘাই বলেন, "হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও যোগ করেন, "এটা নিশ্চিত, কারণ এগুলো একাধিকবার হামলার শিকার হয়েছে।"

তবে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে বাঘাই বলেন, "এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি কারিগরি বিষয়।"

ইসমাইল বাঘাই আরও জানান যে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো এই বিষয়টি দেখভাল করছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স