'অপারেশন ডেভিল হান্ট': পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ সদস্য আটক
পঞ্চগড়, ২৫ জুন: 'অপারেশন ডেভিল হান্ট' নামের এক অভিযানে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব আকতার মিয়া (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য রুবেলকে (৩২) আটক করেছে পুলিশ।
নিজ বাড়ি থেকে আটক, আদালতে প্রেরণ
গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় এবং শালবাহান ইউনিয়নের উত্তর বোয়ালমারী এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করে। পরে তাদের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করলো পুলিশ
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ এই দুজনকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।