ঢাকা | বঙ্গাব্দ

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস ঘোষণা করে পরিপত্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ChatGPT said:

অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ প্রশাসন অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে জানানো হয়, প্রতি বছর ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে পালিত হবে। এ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত গত বছরের ২১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিনটিকে 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এর পরিপ্রেক্ষিতেই দিনটিকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করা হলো।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স