বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে বাংলাদেশে দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানান এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপের মধ্যে জার্মানি আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটি শিক্ষা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জার্মানির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, আপনি বাংলাদেশ ছাড়ার পরও আমাদের উন্নয়ন প্রচেষ্টায় আপনার গঠনমূলক মতামত প্রয়োজন হবে। আপনার মন্তব্য ইতিবাচক হোক বা সমালোচনামূলক—তা আমাদের কাজে আসবে।
জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বলেন, আমি পেশাগত জীবনে অনেক দেশে কাজ করেছি, তবে বাংলাদেশের মানুষের আন্তরিকতা এবং আতিথেয়তা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট খুব ভালো উদ্যোগ ছিল। সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন।