ঢাকা | বঙ্গাব্দ

রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক রেলওয়ের কর্মচারী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনে কর্মরত এনাউন্সার (পিএ অপারেটর) সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২৬ জুন) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নুল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকালে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন, ট্রেন ছাড়ার আগে কর্তব্যরত এনাউন্সার সাইফুল ইসলাম তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে উঠান। পরে ট্রেনের টয়লেটে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সাইফুল।

এ ঘটনা জানার পর ট্রেনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অভিযুক্ত সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং ভুক্তভোগী নারীকে নিরাপত্তার আওতায় নেয়া হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন সাইফুল ইসলাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স