২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসের। বুধবার (২৫ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে অংশ নিয়ে তিনি বাংলাদেশের দশম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করেন।
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫৬ বল মোকাবেলায় ৩৪ রান করে আউট হন লিটন দাস। দুটি চার ও এক ছক্কা মারার মাধ্যমে তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাপিয়ে গেছেন।
মাহমুদউল্লাহ ৫০ টেস্টে অংশ নিয়ে ৫ সেঞ্চুরি এবং ১৬টি ফিফটির মাধ্যমে মোট ২৯১৪ রান সংগ্রহ করেন। লিটনও ৫০ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১৮টি ফিফটির সাহায্যে ২৯১৫ রান করেছেন।
এখন লিটনের হাতে মাত্র ১১১ রান রয়েছে, যা যোগ করলে তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করবেন। সুমনও ৫০ টেস্টে খেলেছেন এবং ৩ সেঞ্চুরি ও ২৪টি ফিফটির মাধ্যমে ৩০২৬ রান সংগ্রহ করেছেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৯৮ টেস্টে অংশ নিয়ে ১২ সেঞ্চুরি এবং ২৭টি ফিফটির মাধ্যমে রেকর্ড সর্বোচ্চ ৬৩০২ রান করেন মুশফিকুর রহিম।
এদিকে, চলতি টেস্টে লিটন দাসের সামনে উইকেটকিপার হিসেবে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। লাল বলের ক্রিকেটে মুশফিকুর রহিম এবং লিটনের ১১৩টি করে ডিসমিসাল রয়েছে। মুশফিকুর রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন লিটন দাস।