ঢাকা | বঙ্গাব্দ

পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কমপক্ষে ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক ক্ষমতার সর্ববৃহৎ শক্তিবৃদ্ধি’ হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়।

বুধবার (২৫ জুন) দ্য হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে স্টারমার নিজেই এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেবেন। একই সভায় ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনা অনুমোদন করার প্রত্যাশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা শুধুমাত্র সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ।

স্টারমার এক বিবৃতিতে বলেন, “চরম অনিশ্চয়তার এই যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার জাতীয় নিরাপত্তায় ব্যাপক বিনিয়োগ করছে।”

তিনি আরও বলেন, “দুই ধরনের অস্ত্র বহন সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমানগুলো রয়্যাল এয়ার ফোর্সে একটি নতুন যুগের সূচনা করবে এবং যুক্তরাজ্যসহ আমাদের মিত্রদের হুমকির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

ন্যাটোর মহাসচিব মার্ক রুট এই ঘোষণাকে ‘ন্যাটোর প্রতি আরও একটি শক্তিশালী ব্রিটিশ অবদান’ হিসেবে উল্লেখ করেছেন।

এফ-৩৫এ যুদ্ধবিমান মার্কিন কোম্পানি লকহিড মার্টিন দ্বারা নির্মিত এবং এটি যুক্তরাজ্যের এয়ার ফোর্সে ব্যবহৃত এফ-৩৫বি মডেলের মতো হলেও পারমাণবিক বোমা বহন করার পাশাপাশি প্রচলিত অস্ত্রও বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও ন্যাটোর আরও পাঁচ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ইউরোপে এই ধরনের যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা যুক্তরাষ্ট্রের তৈরি বিপজ্জনক বি৬১ পারমাণবিক বোমা


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স