মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান-ইসরায়েল যুদ্ধে বিরতি আসায় বন্ধ থাকা সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে। খবরটি জানিয়েছে আলজাজিরা।
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, "আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। হয়তো একটি চুক্তিও হতে পারে।"
তবে তিনি যোগ করেন, আলোচনায় তার তেমন আগ্রহ নেই। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, "তারা লড়েছে, কিন্তু যুদ্ধ শেষ।"
সাম্প্রতিক সংঘর্ষে ইরান ও ইসরায়েল উভয়েই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। পরে ট্রাম্প যুদ্ধবিরতির তথ্য জানান।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইরান সত্যিই আলোচনা শুরু করে, তাহলে তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সাহায্য করবে।