জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রধান উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র — এমন মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। তার মতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়া অন্য কেউ এ কাজ সফল করতে পারবে না।
বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের রাজধানী হেগেতে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শান্তি রক্ষার জন্য যখনই প্রয়োজন হবে, যুক্তরাষ্ট্রকে এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।
মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের মোট অর্থনীতির ২৫ শতাংশের মালিকানাসহ সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ইরানে মার্কিন হামলার প্রভাব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন এবং ইরানে মার্কিন হামলাকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করেন।