ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে ৬২৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৮শ’ জনকে।

বুধবার (২৫ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য হালনাগাদ করা হয়। ১২ দিনের এই সংঘাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশে।

অন্যদিকে ইরানের হামলায় এখন পর্যন্ত ২৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন মিসাইল আঘাতে প্রাণ হারিয়েছেন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে ইসরানি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রায় দেড় হাজার স্থানে হামলা চালিয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার বিস্ফোরক ব্যবহার করেছে।

জবাবে ইরানের আইআরজিসি ইসরায়েলে প্রায় ৬শ’ মিসাইল ছুড়েছে, যার ৮৫ থেকে ৯০ শতাংশ প্রতিহত করা হয়েছে আইডিএফের দাবি অনুযায়ী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স