ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাদ পাকপৌর আবারও ইরানের শত্রুদের কঠোর সতর্কতা দিয়েছেন।
বুধবার (২৫ জুন) তিনি বলেন, শত্রু যদি কোনো ভুল করে, তেহরান তা কঠোর ও সমুচিত জবাব দেবে। এজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা সম্পূর্ণ প্রস্তুত অবস্থানে রয়েছে।
জেনারেল মোহাম্মাদ পাকপৌর আরও বলেন, আমাদের যোদ্ধারা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রুর কোনো ভুলে তারা কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে, ঠিক যেমনটি গত ১২ দিনের যুদ্ধে হয়েছে। দেশ রক্ষার জন্য এক মুহূর্তের জন্যও আমরা কোনো দ্বিধা প্রকাশ করি না।