রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের দৃশ্যপট পাল্টে দেওয়া পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর পূর্তি আজ। এই সেতু চালুর পর গত তিন বছরে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে।
এই সময়ে সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ২ হাজার ৫শ ৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬শ টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বুধবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বছরভিত্তিতে সেতু পারাপারের সংখ্যা এবং টোল আদায় উভয়ই ক্রমাগত বাড়ছে।
উদ্বোধনের প্রথম বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে সেতু পার হয়েছে মোট ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন, যা থেকে আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি এবং টোল আদায় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা।
সবশেষ ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সেতু পারাপার করেছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন, যা থেকে আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন বহুল প্রতীক্ষিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতু।