১৩ বছর আগের জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের লাঠিপেটার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। মাত্র ১২ দিন আগে তিনি ওই থানায় যোগ দিয়েছিলেন।
জানা গেছে, গত ১৩ জুন ইন্সপেক্টর হাসমত আলী ক্ষেতলাল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। তবে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট সদর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের লাঠিচার্জের সেই পুরনো ভিডিও ভাইরাল হয়। ওই মিছিলটি হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে। ভিডিওতে দেখা যায়, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে। সেসময় তৎকালীন জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বে থাকা হাসমত আলীকেও সেখানে লাঠিপেটা করতে দেখা যায়।
ভিডিওটি ভাইরালের পর বুধবার সকালে ওসি হাসমত আলী থানার দায়িত্ব ছেড়ে চলে যান। পরে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, অফিসিয়ালি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল অভিযোগ করে বলেন, হাসমত আলী আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি করেছেন, গ্রেফতার করেছেন। এমনকি ২০১২ সালের ওই মিছিলে আমাদের প্রথম শিবিরের শহীদ বদিউজ্জামানকে তিনি গুলি করেন। পরে আহত অবস্থায় বদিউজ্জামান মারা যান।
এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওহাব মন্তব্য করতে রাজি হননি।