ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছে হামাস কর্তৃক নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পূর্বাঞ্চলের রামাল্লার কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে একটি বড় হামলা চালায়, যার ফলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে গাজায় আটক করে নিয়ে যায় হামাসের যোদ্ধারা।
তবে এরপর থেকেই ইসরায়েল গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে। দেড় বছরের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ হাজার ১৫৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এই সংঘাতের মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যেখানে শান্তির পথ ক্রমশ দুরূহ হয়ে দাঁড়িয়েছে।