ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) প্রতিষ্ঠার ৪২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শুক্রবার। দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ২৮ জুন ইউসিবির যাত্রা শুরু হয়। স্বাধীনতার ১২ বছর পর দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে ইউসিবিও অন্যতম। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বেসরকারি খাতের বিকাশে সহায়তা করা, যা অনেকাংশে সফল হয়েছে। বর্তমানে ব্যাংকের মোট ঋণের ৭০ শতাংশই দেশের শীর্ষ করপোরেট উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যারা অর্থনীতির চাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ জানান, বর্তমানে ইউসিবির আমানতের পরিমাণ ৬১ হাজার ৮০৩ কোটি টাকা এবং ঋণ ৬০ হাজার ৮৯৪ কোটি টাকা। আন্তর্জাতিক বাণিজ্যের ৭ শতাংশ পরিচালনা করছে এই ব্যাংক। পোশাক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইউসিবির অর্থায়ন রয়েছে। দেশের শীর্ষ পাঁচ ব্যাংকের মধ্যে অন্যতম ইউসিবি। সারাদেশে ব্যাংকটির ২৩১টি শাখা, ১৮১টি উপশাখা এবং ৬৪৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। মোট গ্রাহকের সংখ্যা ২৪ লাখ ৬২ হাজার এবং নিয়মিত কর্মীর সংখ্যা ৫ হাজার ৭৮৯ জন।
সাম্প্রতিক বছরগুলোতে ডলারের মূল্যবৃদ্ধি, সুদের হার বেড়ে যাওয়াসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ব্যবসায়িক পরিবেশ কঠিন হলেও ব্যাংকটি স্থিতিশীল রয়েছে। তবে ডলার সংকট ও উচ্চ সুদের চাপের কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, যা বর্তমানে ইউসিবির ক্ষেত্রে ১৪ শতাংশ।
গত বছর ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর চ্যালেঞ্জের মধ্যেও নতুন গ্রাহক আস্থা ফিরে পেয়েছে বলে জানান ইউসিবির এমডি। চলতি বছরে ৬ হাজার ২১৮ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। বছরের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকা। একই সঙ্গে চারটি বিদেশি ব্যাংকের সঙ্গে নতুন ক্রেডিট লাইন চালু হয়েছে।
পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ব্যাংকের ভোক্তা এবং এসএমই ব্যাংকিং পুরোপুরি ডিজিটাল করার লক্ষ্য নেওয়া হয়েছে। ব্যাংকে সুশাসনের সর্বোচ্চ চর্চা করা হবে। করপোরেট ঋণের তুলনায় এসএমই ও ভোক্তাঋণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মূলধন দ্বিগুণ করতে রাইট শেয়ার এবং নতুন শেয়ার ছাড়ার পাশাপাশি কৌশলগত বিদেশি বিনিয়োগকারী আনার উদ্যোগ চলছে।
পরিশেষে তিনি বলেন, ব্যাংকিং খাতে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ঘরে বসেই ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে।