ঢাকা | বঙ্গাব্দ

রিভার প্লেটকে বিদায় করে শেষ ষোলোতে ইন্টার মিলান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’-তে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা জোরালো করেছিল তারা। কিন্তু শেষ ম্যাচে বড় ধাক্কা খেতে হলো দলটিকে। ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো রিভার প্লেটকে। আর এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান।

বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লুমেন ফিল্ডে দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে উত্তেজনার সঙ্গে সঙ্গে মাঠে ছড়ায় উত্তপ্ত পরিস্থিতি। ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখান রেফারি। একই সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ইন্টার মিলানের ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার পিও এসপোসিতো গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি আরও এক গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে শেষ ষোলোতে নাম লেখায় ইতালির ক্লাবটি।

এই পরাজয়ের ফলে ক্লাব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুই বড় ক্লাবের বিদায় নিশ্চিত হলো। বোকা জুনিয়র্স আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে থেকে পরবর্তী পর্বে উঠেছে ইন্টার মিলান। তাদের সঙ্গে শেষ ষোলোতে গেছে সার্জিও রামোসের ক্লাব মন্টেরি, যারা ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। রিভার প্লেট তিন ম্যাচে এক জয়, এক ড্র এবং এক হারে মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স