ঢাকা | বঙ্গাব্দ

কলম্বো টেস্ট: আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র দুই উইকেট হাতে নিয়ে দিন শুরু করলেও ২৫০ রানও পূর্ণ করতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ২৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন ২২৯ রানে ৮ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দ্বিতীয় দিন সকালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। এরপর তাইজুল ইসলামের ব্যাটে কিছুটা লড়াইয়ের চেষ্টা হলেও শেষ রক্ষা হয়নি।

বৃষ্টির কারণে আগের দিন ১৯ ওভার খেলা হয়নি। সে ক্ষতি পুষিয়ে নিতে এদিন খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরুতে আশার আলো দেখান তাইজুল। দিনের তৃতীয় বলেই দুর্দান্ত এক চার হাঁকান তিনি। কিন্তু এরপর রান বাড়ানো কঠিন হয়ে পড়ে।

এবাদত হোসেনকে বিদায় করেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। তার নিচু হয়ে যাওয়া ডেলিভারি লাগে এবাদতের প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দেন আউটের সিগন্যাল। হাতে থাকা তিন রিভিউয়ের একটি ব্যবহার করেন এবাদত। রিপ্লেতে দেখা যায়, বল অফ স্টাম্পের বাইরে পড়ে স্টাম্পের লাইনে ইমপ্যাক্ট হয়ে স্টাম্পেই লাগত। ফলে তিনটি লাল সিগন্যালের অর্থ, আউট এবং রিভিউ হারানো।

নবম উইকেট হারানোর পর রান বাড়ানোর দায়িত্ব নেন তাইজুল ইসলাম। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে এগিয়ে নেন তিনি। নতুন বল নেয়ার সময় ঘনিয়ে আসছিল। তাই দ্রুত রান তুলতে গিয়ে বড় শট খেলেন তাইজুল। ৮০তম ওভারে সোনাল দিনুশার বলে লং অনের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। সামনে এগিয়ে দৌড়ে সহজ ক্যাচ ধরেন দিনুশা। তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

তাইজুল ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ২৪৭ রানে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স