সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আজ আদালতে হাজির করা হবে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে মগবাজারের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেশ কষ্ট করতে হয়েছে। শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরিবর্তন এবং প্রশাসনে প্রভাব বিস্তার করেছেন।
উল্লেখ্য, গত রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় বিএনপি ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন নাম উল্লেখ করা হয়।
ওই মামলায় গত রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে আরেক সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে জনতা ‘মব’ তৈরি করে আটক করে। পরে তাকে উত্তরা থানা পুলিশে হস্তান্তর করা হয়। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সোমবার (২৩ জুন) পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।