ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

মাদকের ভয়াল থাবা থেকে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক দিবস পালিত, রাজধানীতে উৎসববন্ধনী

ঢাকা, ২৬ জুন: মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে আজ সারাবিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে একটি উৎসববন্ধনীর আয়োজন করা হয়।


'মাদক সমাজের ক্যান্সার, তরুণ সমাজকে ধ্বংস করছে'

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসববন্ধনীর অনুষ্ঠানে বিভিন্ন মাদকবিরোধী সামাজিক সংগঠন অংশ নেয়। এসময় কর্মকর্তারা বলেন, "মাদক এক ভয়ানক ব্যাধির নাম। যা আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। এটি তরুণ সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে এবং সবাইকে সচেতন করতেই এই উৎসববন্ধনীর আয়োজন করা হয়েছে।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স